পূর্বধলায় নিউ স্টার ক্লাব ক্রিকেট প্রিমিয়ার লীগ এর কোয়ালিফাই ম্যাচ সম্পন্ন
আনোয়ার হোসেন মন্ডল আনোয়ার হোসেন মন্ডল
প্রধান বার্তা সম্পাদক

নেত্রকোণার পূর্বধলায় নিউ স্টার ক্লাব ক্রিকেট প্রিমিয়ার লীগ (CPL) ৯ম আসর এর কোয়ালিফাই ম্যাচ সম্পন্ন হয়েছে। ৯ জানুয়ারী শনিবার মেঘলা ফাইটার্স বনাম স্টার বয়েস এর মধ্যে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
Advertise
টসে জিতে স্টার বয়েস ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে ১২ ওভার ব্যাটিং এ ৮ উইকেটের বিনিময়ে ৭৪ রান সংগ্রহ করে অধিনায়ক আলমগীর হোসেন এর দল মেঘলা ফাইটার্স।
Advertise
জবাবে ইনিংসের শেষ বলে ৬ (ছক্কা) হাঁকিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করে স্টার বয়েস। খেলায় শেষ ৬ বলে তিন ছক্কা হাঁকিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন স্টার বয়েস এর খেলোয়াড় মোঃ মাজহারুল ইসলাম।ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রহমত আলী ও মোশাররফ হোসেন।
Advertise
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউ স্টার ক্লাবের সভাপতি ছাত্রলীগ নেতা মোঃ ফারুক আহমেদ, সম্পাদক রহমত আলী, খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন সহ আরো অনেকে।
সংক্ষিপ্ত স্কোর:-
মেঘলা ফাইটার্স
রানারঃ
ফয়সাল ৯, আরাফাত ৯, তোফায়েল ১২, ফেরদৌস ০, সাব্বির ১৩, বাবু ১০।
বোলারঃ
হেলিম ৩ ওভার ১৯ রান দিয়ে ২ উইকেট,
আসিফ ৩ ওভার ১ মেইডেন ১০ রান দিয়ে ২ উইকেট,
আলমগীর ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট,
মাজহারুল ৩ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট।
স্টার বয়েস
রানারঃ
আলমগীর ৭, বাদশা ৫*, প্রবাল ৭, হেলিম ৩, নিরব ২৩, মাজহারুল ২৩*।
বোলারঃ
আকাশ ৩ ওভারে ১৩ রান দিয়ে ০ উইকেট,
সাব্বির ৩ ওভারে ২২ রান দিয়ে ০ উইকেট,
ফয়সাল ৩ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট,
ফেরদৌস ৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন।
Advertise