কুলাউড়ার পালাকান্দি লংলা হাইস্কুলে শ্রেণীকক্ষের উদ্বোধন
মোঃ আব্দুল কুদ্দুস মোঃ আব্দুল কুদ্দুস
কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে পালাকান্দি লংলা জুনিয়র হাইস্কুলে নতুন শ্রেণীকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেণীকক্ষের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, টিলাগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, একাডেমীক সুপারভাইজার শফিকুল ইসলাম, ওয়াফের নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক, ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস শহীদ প্রমুখ।
Advertise
উলেখ্য, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প’র (ইউজিডিপি) মাধ্যমে ‘পালাকান্দি লংলা জুনিয়র হাইস্কুলে ১১ লাখ ৪ হাজার ৯৭২ টাকা ব্যয়ে নতুন একটি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়।
Advertise
Advertise